বালাগঞ্জে তরুণের আত্মহত্যা
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০১৯, ১০:০৭ অপরাহ্ণবালাগঞ্জ: সিলেটের বালাগঞ্জ সদর ইউনিয়নের কাজীপুর গ্রামে ফাহিম আহমদ (২০) নামের এক তরুণের আত্মহত্যা করেছেন। তিনি ওই এলাকার শেলু মিয়ার ছেলে ও বালাগঞ্জ মাক্রোবাস শ্রমিক উপ-কমিটির সদস্য।
জানা যায়, রোবার বেলা আড়াইটার দিকে পরিবারের সদস্যরা বাড়ির পাশে একটি গাছের সাথে ফাহিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সেখান থেকে উদ্ধার করে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্য গাজী আতাউর রহমান বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ফাহিম প্রেমের কারণে আত্মহত্যা করতে পারে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।