জামায়াতের সংস্কারপন্থী নেতাদের নিয়ে মজিবুরের নতুন সংগঠন
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০১৯, ১১:২৯ অপরাহ্ণজামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত নেতা এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
শনিবার রাজধানীর হোটেল ৭১-এ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠন শুরুর ঘোষণা দেন তিনি। জামায়াতের সংস্কারপন্থী নেতাদের নিয়ে গঠিত নতুন এ দলের নামকরণ করা হয়েছে ‘জনআকাঙ্ক্ষার বাংলাদেশ’।
ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মঞ্জু এক সময় চট্টগ্রাম কলেজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরেরও সভাপতি ছিলেন। বহিষ্কৃত হওয়ার আগে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ছিলেন তিনি।
মঞ্জুর দাবি, এই রাজনৈতিক সংগঠন ধর্মীয় সংগঠন হবে না। দেশের সব জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করবে তাদের এই সংগঠন।
আত্মপ্রকাশ করা এই সংগঠন ধরে পূর্ণাঙ্গ দল গঠনে পাঁচটি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে মঞ্জু বলেন, ‘এসব কমিটি তাদের কাজ শুরু করে দিয়েছে।’ আর এই উদ্যোগে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন মঞ্জু নিজেই।
প্রসঙ্গত, একাত্তরে যুদ্ধাপরাধের বিচার শুরুর পরই চাপে পড়া জামায়াতের মধ্যে একটি অংশ দলে সংস্কারের দাবি তোলে। এরই মধ্যে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক গত বছর একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চেয়ে জামায়াত ছেড়ে যাওয়ার পর তা আরও গতি পায়।