কোম্পানীগঞ্জ থেকে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০১৯, ৪:২৪ অপরাহ্ণনিউজ সর্বশেষ২৪রিপোর্ট: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকের বাজার চৌধুরী মোটর ইঞ্জিনিয়ারিং এন্ড ওয়ার্কশপ দোকানের সামনে থেকে একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ ও মোটরসাইকেলসহ একাধিক ডাকাতি মামলার আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
শনিবার রাত ৭টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এবং এএসপি ওবাইনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী কোম্পানীগঞ্জ উপজেলার নতুন মেগারগাঁও গ্রামের জজ মিয়ার ছেলে মো. রিপন মিয়া (২৯)। তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত রিপন মিয়ার নামে কোম্পানীগঞ্জ থানায় ডাকাতি, খুনের চেষ্টা, শ্লীলতাহানী, অপরাধ মুলক ভীতিপ্রদর্শণসহ একাধিক মামলা রয়েছে।