রেঙ্গা মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা শিহাব উদ্দীনের ইন্তেকাল, জানাজা আজ
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০১৯, ২:৩৫ অপরাহ্ণনিউজ সর্বশেষ২৪রিপোর্ট: সিলেটের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার শায়খুল হাদিস আল্লামা শিহাব উদ্দিন (রহ.) ইন্তেকাল করেছেন। আজ (শনিবার) বিকাল ৩টায় কানাইঘাট উপজেলার বড়চতুল ঈদগাহ বাজার মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৩১ মে) দিবাগত রাত ২টায় সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের পর্বতপুর নয়া ফৌদ গ্রামে উনার নিজ বাড়িতে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
আল্লামা শিহাব উদ্দিন এর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার তৃতীয় ছেলে মাওলানা হাফিজ আমিন উদ্দিন।
তিনি জানান, শনিবার বিকাল ৩টায় কানাইঘাট উপজেলার বড়চতুল ঈদগাহ বাজার মাঠে হুজুরের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ শেষে বড়চতুল ইউনিয়নের পর্বতপুর নয়া ফৌদ গ্রামে তার দাফন সম্পন্ন করা হবে।