সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০১৯, ৩:০৫ অপরাহ্ণহবিগঞ্জ প্রতিনিধি :: ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুরে সিলেটগামী কুশিয়ারা ট্রেনের ইঞ্জিনসহ দু’টি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রবিবার (০২ জুন) সকাল ১০টার দিকে রশিদপুর রেলস্টেশনের আউটার সিগনালের কাছে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গলে ও সিলেটগামী পারাবত এক্সপ্রেস শায়েস্তাগঞ্জ জংশনে আটকা পড়েছে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের সহকারি স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাস পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আখাউড়া থেকে ছেড়ে আসা সিলেটগামী লোকাল ট্রেন কুশিয়ারা রশিদপুর স্টেশন অতিক্রম করে আউটারে হঠাৎ ইঞ্জিনসহ দুইটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। লাইনচ্যুত বগি উদ্ধার করতে আখাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। বেলা ৩টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
এদিকে, ট্রেন লাইনচ্যুত হওয়ায় দূর্ভোগে পড়েছেন ঈদে বাড়ি ফেরা মানুষজন।