সিরাজগঞ্জেও বাস-লেগুনা সংঘর্ষ, ঝড়লো ৮ প্রাণ

পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০১৯, ৩:১৩ অপরাহ্ণসিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপড়ায় বাস ও লেগুনার সংঘর্ষে আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
রবিবার দুপুরে পৌনে ১টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাজারের ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ঢাকা থেকে যাত্রীবাহী পাবনা এক্সপ্রেস বাসটি (ঢাকা মেট্রো-১৪-৭৮৩৭) পাবনায় যাচ্ছিল। বগুড়া নগরবাড়ী মহাসড়কের বোয়ালিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে উল্লাপাড়া বাজার থেকে হাটিকুমরুলগামী যাত্রীবোঝাই একটি লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার চালকসহ আটজনের মৃত্যু হয়।
ওসি আরো জানান, মরদেহগুলোর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এর আগে সকালে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও লেগুনা সংঘর্ষে ছয় যাত্রী নিহত হন। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।