বানিয়াচংয়ে জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ আটক ৫
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০১৯, ৭:৩৪ অপরাহ্ণবানিয়াচং: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডেও মেম্বার আবুল কাশেম চৌধুরীসহ ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আটক ইউপি মেম্বার চাঁনপুর গ্রামের জিলাদার মিয়ার পুত্র।
বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে একদল পুলিশ কাগাপাশা বাজারের জাহাঙ্গীর মিয়ার চায়ের দোকান থেকে এদের আটক করেন।
আটকৃকত অন্য জুয়াড়িরা হল-চাঁনপুর গ্রামের মৃত প্রভাব দাসের পুত্র পরিমল দাস,মৃত মনর উল্লাহর পুত্র ফারুক মিয়া ও হায়দারপুর গ্রামের মনফর উল্লাহর পুত্র মাজু মিয়া।
এ ব্যাপারে এসআই হুমায়ুন কবির জানান, দীর্ঘদিন ধরে এলাকার এই চিহ্নিত জুয়াড়িরা বিভিন্ন জায়গায় জুয়ার আসর বসিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটক জুয়াড়িদের থানায় নিয়ে আসা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।