খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৯, ৪:২২ অপরাহ্ণবিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও জননেতা এম. ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
শনিবার দুপুরে মিছিলটি জিন্দাবাজার থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সুমেল আহমেদের সভাপতিত্বে ও সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আখতার হোসেনের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সৌমিক ইসলাম সামু।
এছাড়াও বক্তব্য রাখেন- বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সখবুল আলী, নাহিদ আহমদ, ফজলে এলাহী চৌধুরী, লাহিন, বাবুল আহমদ, সৌরভ উদ্দিন আশরাফ, শামীম আহমদ, ইমন আহমদ, এমদাদ আহমদ, আল আমিন, রাসেল আহমদ, টিপু আহমদ, রাসেদ আহমদ, এমরান আহমদ, শাওন, রাসেল, সুয়েব আহমদ, কামরুল, রিপন প্রমুখ।