শাহজালাল (রহ.) এর ওরসে সিসিকের গিলাফ বিতরণ
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০১৯, ৪:২২ অপরাহ্ণনিউজ সর্বশেষ২৪রিপোর্ট: মঙ্গলবার সকালে হযরত শাহজালাল মাজারে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে গিলাফ প্রদান করা হয়। গিলাফ প্রদান শেষে শাহজালাল মাজার প্রাঙ্গনে দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় সিসিকের প্রধান নির্বাহী বিধায়ক রায় চৌধুরী, সিটি কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রকৌশলী আব্দুল আজিজ, আলী আকবর, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান সহ সিসিকের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।