আগামী (২৫-৩১) জুলাই সারা দেশের মতো সিলেটেও মশক নিধক ও পরিচন্নতা সপ্তাহ পালন করবে সিসিক
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০১৯, ৫:৩৮ অপরাহ্ণনিউজ সর্বশেষ২৪রিপোর্ট: সরকারের নিদের্শনা অনুয়ায়ী আগামী (২৫-৩১) জুলাই সারা দেশের মতো সিলেটেও মশক নিধক ও পরিচন্নতা সপ্তাহ পালন করা হবে।
এ উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশন সপ্তাহ ব্যাপী ব্যাপক কর্সুচি হাতে নিয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ শাখা জানায়, কর্সূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য রেলি, ব্যাপক প্রচারনা সহ নগরীর ২৭টি ওয়ার্ডের সকল ছড়া, ড্রেন, নালা, খাল, জলাশয়, পুকুর ইত্যাদি স্থানে মশার ওষুধ ছিটানো হবে।
এ লক্ষে নগরীর সম্মানিত নাগরীকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মশার ঔষধ ছিটানোর পূর্বে আপনার বাসা বাড়ীর আঙ্গিনার ঝোপ-ঝাড়, জঙ্গল, পুকুরের কচুরিপানা নিজ দায়িত্বে পরিষ্কার করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে। পরিচ্ছন্ন ও মশক মুক্ত পরিবেশ নিশ্চিত করতে নীচের স্লোগানগুলো অনুসরণীয়, নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি; পরিবেশ রাখি পরিষ্কার, বন্ধ করি মশার বিস্তার; ডেঙ্গুমুক্ত দেশ চাই, পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই।