শোয়েবের পাল্টা জবাবে খুশি হলেন সুনিল গাভাস্কার
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২০, ৭:২৩ অপরাহ্ণস্পোর্টস ডেস্ক
শোয়েব আখতার আর সুনিল গাভাস্কারের লড়াইটা আর যুদ্ধংদেহী মনোভাবের মধ্যে থাকলো না। পুরোপুরি স্পোর্টিং হয়ে গেছে। বরং, সুনিল গাভাস্কারের মন্তব্যে যে জবাবটা দিয়েছেন শোয়েব, তাতে পাল্টা কোনো উত্তর না দিয়ে বরং খুশিই হয়েছেন ভারতীয় এই কিংবদন্তি।
শোয়েব আখতারই করোনায় ক্ষতিগ্রস্থ মানুষদের সহযোগিতার উদ্দেশ্যে একটি ভারত-পাকিস্তান সিরিজের প্রস্তাব দেন। জবাবে ভারতীয় কিংবদন্তি সুনিল গাভাস্কার বলেন, ‘লাহোরো বরফ পড়তে পারে, কিন্তু ভারত-পাকিস্তান সিরিজ হবে না।’এ মন্তব্যের জবাবে নিজের টুইটার হ্যান্ডলে একটি বরফ পড়ার ছবি দিয়ে শোয়েব আখতার সুনিল গাভাস্কারের মন্তব্যের জবাব দেন। বলে দেন, ‘সানি ভাই এই দেখুন! গত বছর লাহোরে কিন্তু তুষারপাত হয়েছে। তাই কোনও কিছুই অসম্ভব নয়।’ এর সঙ্গে স্মাইলিও যোগ করেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’।
শোয়েব আখতারের এই জবাবটাই খুব পছন্দ হয়েছে সুনিল গাভাস্কারের। পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজার সঙ্গে বলা কথায় সুনিল গাভাস্কার বলেন, ‘লকডাউন পরিস্থিতিতে সাবেক ক্রিকেটারদের সঙ্গে স্মৃতি রোমন্থনের নানা অনুরোধ আসছে। কার প্রস্তাব গ্রহণ করব, কার নয়, এটা সহজ ব্যাপার নয়। রামিজ রাজার সঙ্গে কথোপকথন উপভোগ করেছি। তবে তার চেয়েও বেশি উপভোগ করেছি লাহোরে তুষারপাত নিয়ে শোয়েব আখতারের অসাধারণ মন্তব্য। সে কৌতুকরসের অধিকারী একজন পেসার। ভাল লেগেছে ওর মন্তব্য।’