নিউ ইয়র্কে ঝরে গেল নারীসহ আরও চার বাংলাদেশি প্রাণ
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২০, ৮:৪৮ অপরাহ্ণপ্রবাস ডেস্ক::
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন এক নারীসহ আরও চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- কাজী নাসরীন মোনা (৫০), শওকত হাসান চৌধুরী শোয়েব (৫৭), সমীর দেবনাথ (৪৮) এবং সাইফুল খান বাবুল (৬৯)। স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথম তিনজনের মৃত্যু হয় বলে জানান, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার এবং সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী। অপরজনের মৃত্যুর তথ্য এসেছে হাসপাতাল থেকে।
এনিয়ে যুক্তরাষ্ট্রে ১৬০ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেল। ব্রুকলিনে কর্টিলিউ রোডের বাসিন্দা কাজী নাসরীন মোনা (৫০) মায়মনিডেস হাসপাতালে, মৌলভীবাজার জেলা সদরের সৈয়দপুর রোড অধিবাসী শওকত হাসান চৌধুরী শোয়েব (৫৭) কুইন্স জেনারেল হাসপাতালে এবং জ্যাকসন হাইটসের সিংহ মার্কা বিল্ডিংয়ের বাসিন্দা ও বরিশালের গৌরনদীর সন্তান সমীর দেবনাথ (৪৮) এলমহার্স্ট হাসপাতালে মারা যান ।
একইদিন সকালে কুইন্সের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাবনার কাশিনাথপুরের সন্তান সাইফুল খান বাবুল (৬৯) মারা যান।