‘মাঠের বাইরে নেইমারের অনেক বেশি উন্নতি প্রয়োজন’
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২০, ১:৩৩ অপরাহ্ণস্পোর্টস ডেস্ক
ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারে জুনিয়রের মাঠের খেলা নিয়ে তেমন কোন প্রশ্ন নেই কারও মনে। সবাই একবাক্যে মেনে নেন, ফুটবল প্রতিভা কিংবা স্কিলের কমতি নেই নেইমারের মধ্যে। যার প্রমাণও মেলে প্রায়ই। কখনও প্যারিস সেইন্ট জার্মেই কিংবা কখনও ব্রাজিল জাতীয় দলের হয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন নেইমার।তবে মাঠের বাইরে ব্যক্তি নেইমার যেন ভিন্ন এক চরিত্র। প্রায় নিয়মিতই নেতিবাচক খবরের শিরোনাম হতে হয় তাকে। যা একজন বিশ্বসেরা ফুটবলারের জন্য মোটেও ভাল কিছু নয়। তাই নেইমারের ব্রাজিলিয়ান সতীর্থ রাফায়েল মনে করেন, মাঠের বাইরে নেইমারের আরও অনেক উন্নতি প্রয়োজন আছে।
২০১২ সালের লন্ডন অলিম্পিকে নেইমারের সঙ্গেই খেলেছেন রাফায়েল। সেবার খুব কাছ থেকে দেখেছেন নেইমারকে। রাফায়েলের মনে হয়েছে নেতা হিসেবে বেশ ঘাটতি রয়েছে নেইমারের। যেগুলো শীঘ্রই পূরণ করার দরকার।
কেননা ২০২২ সালের কাতার বিশ্বকাপে নেইমারকে কেন্দ্র করেই সাজানো হবে ব্রাজিলের বিশ্বকাপ পরিকল্পনা। মাঝের চার আসর শিরোপা না জেতার আক্ষেপটা ২০২২ সালেই মোচনের ইচ্ছে কোটি ব্রাজিলীয়র। আর এ কারণেই নেইমারের উন্নতি বেশি প্রয়োজন বলে মনে করেন রাফায়েল।
তিনি বলেন, ‘আমাদের (ব্রাজিল) নেইমারের খুব দরকার। এটা নিশ্চিত। আমাদের তাকে অনেক বেশি প্রয়োজন। তবে মাঠের বাইরে অনেক বিষয়ে উন্নতি প্রয়োজন তার। একজন ফুটবলার হিসেবে এটা গুরুত্বপূর্ণ। মাঠে আরও ভাল খেলার জন্যই মাঠের বাইরে অনেক উন্নতি প্রয়োজন নেইমারের। সে এটা করতে পারলে আমাদের জেতার সম্ভাবনাও বেড়ে যাবে।’
এসময় নেইমারের জাত নেতা হিসেবে মানতে রাজি হননি রাফায়েল, ‘নেইমার কখনওই নেতা হয়। আমার মনে হয় না সে একজন নেতা। তার মধ্যে এটা নেই। সে যা করছে তার করতে পারে যখন সে মনোযোগী থাকে, আত্মপ্রত্যয়ী থাকে। সে বিশ্বের সেরা খেলোয়াড়।’
নেইমারের উচিৎ সব মনোযোগ ফুটবলেই রাখা, এমনটা জানিয়ে রাফায়েল বলেন, ‘জীবনের প্রথম পছন্দ হওয়া উচিৎ ফুটবল। নেইমারের আশপাশে অনেক বেশি জিনিস রয়েছে। সে হয়তো ভাবে ভালো খেলার জন্য আমাকে অত ভাবতে হবে না। কিন্তু আসলে ভাবতে হয়। অনেক কিছুই আছে যেগুলো নিয় ভাবতে হয়। আমি মনে করি, সে আরেকটু মনোযোগী ব্রাজিলকে থামানো মুশকিল হবে।’