জকিগঞ্জে করোনায় আক্রান্ত হান্নান ভালো আছে, উপজেলায় ৭৪ জনে ‘পজেটিভ ‘ ১জন
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০২০, ৫:৩০ অপরাহ্ণস্টাফ রিপোর্টার:
জকিগঞ্জ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত মোট ১২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৭৪ জনের রিপোর্ট পাওয়া গেছে। ৭৩ জনেরই করোনার ‘নেগিটিভ’ রিপোর্ট পাওয়া গেলেও ১ জনের ‘পজেটিভ ‘ রিপোর্ট পাওয়া যায় ২৪ এপ্রিল। উপসর্গ ছাড়াই করোনার পজেটিভ রিপোর্ট আসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার আব্দুল হান্নানের। তিনি বর্তমানে সিলেটের শহীদ শামসুদ্দীন হাসপাতালে আইসোলেশন বিভাগে ভর্তি রয়েছেন। তিনি এখনো করোনার উপসর্গ ছাড়াই সুস্থ রয়েছেন। প্রয়োজনীয় চিকিৎসা চলছে। ১৪ দিন পরে তার আবারো নমুনা পরীক্ষা করা হবে। রিপোর্ট নেগিটিভ হলে অারো ১৪ দিন অর্থাৎ ২৮ দিন পরে অাবারো নমুনা পরীক্ষা করে নেগিটিভ রিপোর্ট পাওয়া গেলে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে। আক্তান্ত হান্নানের সংস্পর্শে অাসা তার পরিবার ও হাসপাতালের যাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল আগামী দুয়েকদিনের মধ্যে তাদের রিপোর্ট পাওয়া যাবে বলে জকিগঞ্জ হাসপাতাল সূত্র জানিয়েছে।