করোনায় সিলেট মেট্রোপলিটন চেম্বারের ব্যাপক সহায়তা
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২০, ৩:৫০ অপরাহ্ণস্টাফ রিপোর্টার
করোনা পরিস্থিতিতে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির উদ্যোগে নগরীতে ১হাজার টাকার নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর ডিসকাউন্ট কার্ড বিতরণ ও অসহায়দের সহায়তা চলমান কার্যক্রম অব্যাহত আছে। সহায়তা বৃদ্ধির লক্ষে আর ব্যাপক উদ্যোগের প্রস্তুতি চলছে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি পরিচালনা পরিষদের উদ্যোগে বিভিন্ন পর্যায়ে ৩০ মার্চ থেকে এ পর্ষন্ত সিলেটে প্রায় ৩ হাজার ৫০০ শ্রমিক, কর্মজীবী পরিবার, দিনমজুর, রিকশা ও ঠেলাগাড়ি এবং ভ্যানচালক, অসহায় ভাসমান মানুষের মাঝে চাল, ডাল, আলু লবণ আটা চিনি পেঁয়াজ সাবান মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার দেওয়া হচ্ছে।চেম্বরের পরিচালনা পরির্ষদের সদস্যরাও নিজ নিজ তহবিল থেকে এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করছেন।
সিলেট মেট্রোপলিটন চেম্বার পরিষদের উদ্যোগে সিলেটে মেট্রোপলিটন এলাকায় ৫০০০ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কর্মহীন ও ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত শ্রমহীন কর্মচারীর মাঝে ১হাজার টাকার নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর ডিসকাউন্ট কার্ড বিতরণ কার্যক্রম চলমান আছে। এক্ষেত্রে সিলেটে ৫০ লাখ টাকার প্রয়াজন।
এ বিষয়ে সহযোগিতার জন্য এফবিসিসিআইর নিকট আবেদন জানান এসএমসিসিআই সভাপতি আফজাল রশীদ চৌধুরী। করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা ও উত্তরণের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে সহযোগিতার জন্য আবেদন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এমসিসিআইর সেক্রেটারি জাহাঙ্গীর আলম।