প্রাণঘাতী রিভলবারের খাপে এখন জীবনদায়ী স্যানিটাইজার

পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২০, ৪:৫১ অপরাহ্ণঅভিজিৎ চৌধুরী ::
মানুষ যখন করোনার ছোবল থেকে বাঁচতে আটকা পড়েছে ঘরে, তখন গ্রাম থেকে গঞ্জ, শহরের রাজপথ থেকে অলিগলি, শুধুই পুলিশের পদচারণা। পুলিশের রিভলবারের খাপে স্যানিটাইজারের বোতল। এমন ছবি মাস তিনেক আগেও ছিল কল্পনার অতীত…..ভাবতে না পারা অনেক কিছুই সঙ্কটকালে আমরা প্রত্যক্ষ করছি। মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর দোরগোড়া থেকে ফিরিয়ে আনতে জীবন বাজি রেখে লড়ছেন পুলিশ, প্রাণও দিচ্ছেন ।
করোনার রক্তচক্ষু উপেক্ষা করে লড়ছে বুক চিতিয়ে বাপের ব্যাটার মতো। ‘রেড জোন’-এর নাম শুনলে যখন ভয়ে মানুষের গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, তখন পুলিশ ছুটছে সেখানেই। গড়ে তুলছে ব্যারিকেড। মানুষকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব তুলে নিচ্ছে কাঁধে। স্বাস্থ্যকর্মীরা যখন লড়ছেন হাসপাতালের অন্দরে, তখন বাইরেটা সামলাচ্ছে পুলিশ। কিন্তু, আজ পুলিশ শাসক থেকে হয়ে গিয়েছে সহায়ক। বদলে গিয়েছে চিত্রনাট্য……. (গড়সবহঃং ড়ভ ভধপব ঃড় ভধপব)
লেখক: চিত্রশিল্পী ও প্রাবন্ধিক।