ঈদ মোবারক

পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২০, ৮:০৭ অপরাহ্ণও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।
বর্ষ পরিক্রমায় আবার এলো পবিত্র ঈদুল ফিতর। মুসলিম জাহানের সবচেয়ে বড় উৎসবের দিন। এক মাস সিয়াম সাধনার পর খুবই আড়ম্ভরপূর্ণ ভাবে দিবসটি পালিত হয়ে থাকে। এবার ভিন্ন প্রেক্ষাপটে এই দিবসটি আমাদের সামনে উপস্থিত হয়েছে। পৃথিবীব্যপী কোভিড ১৯ করোনা ভাইরাস নামক অতি ক্ষুদ্র অদৃশ্য অনুজীবের আক্রমনে মানুষ কার্যতঃ গৃহবন্দী। মানুষের জীবন জীবিকা হুমকির মুখে। পৃথিবীর প্রায় ৪৯ লক্ষ মানুষ এতে আক্রান্ত। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লক্ষ ২৩ হাজারের বেশী। বাংলাদেশে প্রায় ২৭ হাজার আক্রান্ত হয়েছে এবং ৩৮৬ জন মানুষ মারা গেছেন ( ২০ মে)। কোটি কোটি মানুষ আজ কর্মহীন। স্বল্প আয়ের মানুষ মারাত্মক খাদ্যসংকটে।উপর্যুপরি উপকূল অঞ্চল দিয়ে বয়ে যাচ্ছে ঘুর্ণীঝড় আম্পান। উপকূলের প্রায় দশ লক্ষ মানুষ ঘরছাড়া,। এমনি প্রতিকূল পরিস্থিতিতে আমাদের সামনে উপস্থিত পবিত্র ঈদুল ফিতর। জাতীয় কবি গেয়েছিলেন, ‘ যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী। সেই গরিব ইয়াতিম মিসকিনে দে যা কিছু মুফিদ। আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ। ‘
আসুন আমরা সেই আসমানী তাগিদ থেকে এই মহা দুর্যোগে সব ধরনের আড়ম্ভর আনুষ্ঠানিকতা ত্যাগ করে অসহায় মানুষের পাশে দাঁড়াই। গড়ে তুলি ভ্রাতৃত্বের বন্ধন
সবাইকে ঈদ মোবারক।
– সম্পাদক