শিল্পী অভিজিৎ চৌধুরীর তুলিতে আঁকা নতুন শব্দমালা

পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২০, ৬:০৯ অপরাহ্ণবাংলা অভিধানে যেভাবে যোগ হবে নতুন নতুন শব্দ তার ই এক চিত্রকল্প। আমার মতো অনেকের কাছেই শব্দগুলো হয়তো অচেনাই ছিল কিছু দিন আগে পর্যন্ত। শব্দগুলি নিশ্চয় বাংলা অভিধানের পরবর্তী সংস্করণে স্থান পাওয়ার যোগ্যতা অর্জন করবে…..কোভিড, নোভেল করোনাভাইরাস, প্যানডেমিক, মিউটেশন, জনতা কার্ফু, লকডাউন, কোয়রান্টিন, আইসোলেশন, কন্টেনমেন্ট জোন, সোশ্যাল ডিস্ট্যান্সিং, এন-৯৫ মাস্ক, সিঙ্গল ইউজ গøাভস, স্যানিটাইজার, পিপিই, থার্মাল স্ক্যানিং, টেস্টিং কিট, ন্যাট টেস্ট, আরটি-পিসিআর টেস্ট, সোয়াব টেস্ট, ডাবলিং রেট, বায়োসেফটি ক্যাবিনেট, হার্ড ইমিউনিটি, অ্যান্টিবডি, প্লাজমা, কো-মর্বিডিটি, অ্যাসিম্পটোম্যাটিক, নাকা-চেকিং, টেলি-মেডিসিন, অ্যান্টিজেন, হাইড্রক্সিক্লোরোকুইন ইত্যাদি অনেক শব্দ ও শব্দের সঙ্গে দৈনিক সংবাদপত্র মারফত পরিচিত হয়ে আমরা সমৃদ্ধ হলাম এই অতিমারির আবর্তে… (Moments Of Corona) Acrylic on Canvas -2020