সাইকেল চালিয়ে মাঠে আসল পিকে
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২০, ৩:৫৬ অপরাহ্ণস্পোর্টস ডেস্ক::
বার্সেলোনার রাস্তায় বার্সেলোনার তারকা জেরার্ড পিকেকে সাইকেল চালাতে দেখে সবাই অবাক। রীতিমতো হৈ-হুল্লোড় পড়ে যায় রাস্তায়। এস্পানলের বিপক্ষে ম্যাচ খেলতে এভাবেই স্টেডিয়ামে যান তিনি। করোনাভাইরাসের প্রকোপে দীর্ঘসময় ভুগতে হয়েছে স্পেনকে। করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছে ২৮ হাজারেরও বেশি মানুষ। স্পেনে করোনাভাইরাসের প্রকোপ কমলেও সতর্কতা জারি আছে। ঝুঁকি এড়াতে গণপরিবহন এখনও সীমিত রাখা হয়েছে। এ সময়ে সাইকেলের ওপর গুরুত্ব দিয়েছে বার্সেলোনা শহরের প্রশাসন।