ভারতে বাংলাদেশের চার ছবি
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২০, ৭:১৭ অপরাহ্ণবিনোদন ডেস্ক::
ভারতের দিল্লিতে অনুষ্ঠিতব্য ‘ইন্দুস ভ্যালী ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে বাংলাদেশের চার ছবি। এগুলো হচ্ছে শাকিব সনেটের ‘নোলক’, মাসুদ পথিকের ‘মায়া-দ্য লস্ট মাদার’ মিজানুর রহমান লাবুর ‘মালাভাবি’ ও অনার্য মুর্শিদ পরিচালিত ‘কাসিদা অব ঢাকা’। আগামী ১ আগস্ট থেকে উৎসবটি শুরু হবে। এর আয়োজক দিল্লিভিত্তিক সাউথ এশিয়ান ফোরাম ফর আর্ট অ্যান্ড ক্রিয়েটিভ হেরিটেজ।