কে সেরা ধোনি নাকি পন্টিং, জবাবে যা বললেন আফ্রিদি
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২০, ৩:২৩ অপরাহ্ণস্পোর্টস ডেস্ক::
কে সবচাইতে সফল অধিনায়ক- রিকি পন্টিং নাকি মহেন্দ্র সিং ধোনি? এমন প্রশ্নের জবাবে ধোনিকেই বেছে নিলেন সাবেক পাক অধিনায়ক শহীদ আফ্রিদি। আফ্রিদির মতে, সাবেক অসি অধিনায়ক পন্টিংয়ের চেয়ে ভারতের ধোনিই এগিয়ে থাকবেন। সম্প্রতি টুইটারে সমর্থকদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বে এমনই মত দিলেন আফ্রিদি। পন্টিংয়ের নেতৃত্বে ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপ জয় করেছিল অস্ট্রেলিয়া। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনিও ভারতকে দুটি বিশ্বকাপ জিতিয়েছেন। ভারত ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জেতে ধোনির নেতৃত্বেই ।তাই ধোনি ও পন্টিংয়ের মধ্যে কে বেশি সফল তা বেছে নেয়া বড়ই কঠিন।
এমন কঠিন প্রশ্নই আফ্রিদিকে করে বসেন তার এক ভক্ত। টুইটারে ওই ভক্ত আফ্রিদিকে জিজ্ঞেস করেন, ‘পন্টিং এবং ধোনির মধ্যে কাকে আপনি সেরা অধিনায়ক মনে করেন?’
জবাবে আফ্রিদি বলেন,‘আমি পন্টিংয়ের চেয়ে ধোনিকেই এগিয়ে রাখব। কারণ, ধোনি তারুণ্য দিয়ে পুরো একটি দলকে গড়ে তুলে এরপর সাফল্য অর্জন করেছিলেন।’
আফ্রিদির এমন মতামতে অবশ্য যুক্তি বেশ আছে। কারণ মহেন্দ্র সিং ধোনিই একমাত্র অধিনায়ক, যিনি ক্রিকেটের সব ফরম্যাটের সর্বোচ্চ শিরোপাগুলো জয় করেছেন। ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি- সবগুলোই ভারতকে এনে দিয়েছেন তিনি।