বিশ্বনাথে আলী (রা.) ইসলামি সংস্থার কমিটি গঠন
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২১, ৫:৫৩ অপরাহ্ণবিশ্বনাথ প্রতিনিধি :::
হযরত আলী (রা.) ইসলামি সংস্থা পুরানগাঁও, কোনাপাড়া বিশ্বনাথের ২০২১-২০২২ সেশনের কমিটি গঠন করা হয়েছে। এতে পূণরায় হাফিজ তোফায়েল আহমদকে সভাপতি ও আনিছ আহমদকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
২১বছরে পদার্পন করা হযরত আলী (রা.) ইসলামী সংস্থায় ইতিমধ্যে অনেকেই দায়িত্ব পালন করলেও গত ২ বছরে সংস্থাটি এলাকায় মান উন্নয়নে মানবতার হাত বাড়িয়ে দিয়ে চমক সৃষ্টি করায় এ বছরও তাকে পূণরায় সভাপতি ও আনিছ আহমদকে সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ বছরে সংস্থার কোন ফান্ড ছিলনা। বর্তমান করোনাকালীণ সময়ে সংস্থার কর্মীরা তাদের ব্যক্তিগত পক্ষথেকে ফান্ড তৈরী করে প্রায় অর্ধলক্ষ টাকার খাদ্য সামগ্রী বিতরণ করেছে। গরিব অসহায় ৭টি পরিবারকে বিবাহের সাহায্য বাবৎ ৩৫ হাজার টাকা প্রদান করেছে। ৪জন অসুস্থ ব্যক্তিকে ১০ হাজার টাকা করে দেয়া হয়েছে। নিজ এলাকার মসজিদের মক্তবে ৬হাজার টাকার মুছল্লাহ দেয়া হয়েছে। ২টি পরিবারকে ৬হাজার টাকার টিন সাহায্য করা হয়েছে। পুরানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ২ হাজার টাকার শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গাছতলা থেকে পুরানগাঁও পর্যন্ত প্রতিটি গাছে আল্লাহ’র বিভিন্ন তাসবিহ লাগানো হয়েছে। অতিথিরা সহজে গ্রামে পৌছাতে গাছ তলায় দিক নির্দেশনা সাইন বোর্ড লাগানো হয়েছে (সংস্কার)। এছাড়াও এবছর জমকালো আয়োজনে ২১তম বার্ষিক ইসলামি মহাসম্মেলন অনুষ্টিত হচ্ছে।
২০২০ সালের ১৮ ডিসেম্বর শুক্রবার সন্ধার পর সংস্থার অস্থায়ী কার্যালয়ে সংস্থার ২০২১ ও ২০২২ সেশনের কমিটি গঠন করা হয়। এতে হাফিজ তোফায়েল আহমদকে সভাতি, সহ সভাপতি, মো. এনামউদ্দিন, সহ-সভাপতি, মো নুরুল হোসেন, সহ-সভাপতি জাহাঙ্গীর হুসেন, সাধারণ সম্পাদক আনিছ আহমদ, সহ-সাধারণ সম্পাদক আখতার হুসেন, পূণরায় অর্থ সম্পাদকের দায়িত্বে রয়েছেন ওয়াহিদ উল্লাহ, সহ-অর্থ সম্পাদক মো. সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক, কামরান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক, ফরহাদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক, রকিব আহমদ, অফিস সম্পাদক, জাকির আহমদ, সহ-অফিস সম্পাদক, জাহেদ আহমদ, সহ-অফিস সম্পাদক, রাজু আহমদ, প্রচার সম্পাদক, আব্দুল হক, সহ-প্রচার সম্পাদক, আব্দুল আহাদ ২, সহ-প্রচার সম্পাদক, পাবেল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক, আমিন মিয়া, কালেক্টর, আজিজুল হক, সহ কালেক্টর, মিজানুর রহমান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, মাহবুবুর রহমান, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, এনামুল হক, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, এমরান আহমদ, সদস্য, সালেহ আহমদ, নাইম আহমদ, আব্দুস শহিদ, নাহিদ আহমদ, ইমরান হুসেন রাফি, সালমান আহমদ, ইকবাল আহমদ রেদওয়ান, মারুফ আহমেদ, রাইয়্যান, আব্দুল বাসিত, ইমরান আহমদ, রাকেল আহমদ। কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, সাংবাদিক আব্দুস সালাম, আবুল লেইছ আবু, লুৎফুর রহমান, মাষ্টার আবুল কালাম।নির্বাচনে প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন, সাবেক সভাপতি আব্দুস সালাম ও লুৎফুর রহমান।
আগামিকাল ২৬ জানুয়ারি মঙ্গলবার সংস্থার বার্ষিক ওয়াজ মাহফিলে সকলের উপস্থিতি কামনা করে সভাপতি হাফিজ তোফায়েল আহমদ সাংবাদিকদের জানান, বিশেষ করে আমাদের প্রবাসিরা সহযোগিতা করায় সংস্থার সকল কর্মীদের নিয়ে আমরা এতদুর এগিয়ে যেতে পেরেছি। এভাবে এলাকার সকলের সহযোগিতা পেলে আমরা এলাকার উন্নয়নে এগিয়া যাওয়া সম্ভব এবং মহামারি করোনায় যেন আমাদের প্রবাসিদেরকে আল্লাহ হেফাযতে রাখেন এ জন্য বিশেষ মোনাজাত করা হবে।