ছাতকে বীর মুক্তিযোদ্ধা অজয় ঘোষের রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২১, ৭:০৯ অপরাহ্ণছাতক প্রতিনিধিঃ
ছাতকে পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও আওয়ামীলীগ নেতা অজয় ঘোষের রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। রোববার সকাল ১০ টায় শহরের মন্ডলীভোগস্থ ঘোষবাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে পারিবারিক শ্মশান ঘাটে তার শবদেহের অন্তেষ্ট্যিক্রিয়া সম্পন্ন হয়। রাষ্ট্রিীয় মর্যাদা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। রোববার সন্ধ্যা সাড়ে ৬ টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, ২ কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা অজয় ঘোষ শহরের মন্ডলীভোগ(ঘোষবাড়ী) এলাকার বাসিন্দা। আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা অজয় ঘোষের আকষ্মিক মৃত্যুতে শহরে শোকের ছায়া নেমে আসে। এ বীর মুক্তিযোদ্ধাকে পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর পক্ষে পৌর পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি বর্গ ফুল ও ফুলের তোড়া দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন, ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, পৌর সচিব খান মোহাম্মদ ফারাবী, পৌর কাউন্সিলর তাপস চৌধুরী, দিলোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার স্বরাজ কুমার দাস, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক তপন তরফদার, আওয়ামীলীগ নেতা হাজী আবুল হায়াত, এমাদুল হক এবাদ, আওয়ামীলীগ নেত্রী শিখা দে, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, আলকাছ আলী, আমির আলী বাদশা, কেতকী রঞ্জন চৌধুরী ভানু, ফকির খাঁ, শাহজাহান মিয়া, লাল মিয়া, রিয়াজ উদ্দিন, আজাদ মিয়া, কানাই লাল দাস, নুরুল হক, হান্নান মিয়া, তাজ উদ্দিন, পৌর কর্মকর্তা জামাল উদ্দিন, শহীদুলহক মৌল্লাসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা অজয় ঘোষের আকষ্মিক মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ছেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক শামীম চৌধুরী। এক বিবৃতিতে নেতৃবৃন্দ অজয় ঘোষের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। এ ছাড়া পৃথক শোক প্রকাশ করেছেন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক আহবাব মিয়া তালুকদার সাজু, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, লিয়াকত আলী, ধন মিয়া, সুদীপ দে, ছাতক বাজার আখড়া পরিচালনা কমিটির সভাপতি এড. পীযুষ কান্তি ভট্টাচার্য্য, সাধারন সম্পাদক চম্পু দত্তসহ নেতৃবৃন্দ।