কানাইঘাটে সূচনা প্রকল্পের গণশুনানী অনুষ্ঠিত
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২১, ৮:৪৪ অপরাহ্ণ
কানাইঘাট প্রতিনিধি ::
সিলেটের কানাইঘাটে এফআইভিডিবি সূচনা প্রকল্পের উদ্যেগে ইউনিয়ন পর্যায়ে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল ১১টায় উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি কমপ্লেক্স হল রুমে এ গণশুনানীর আয়োজন করা হয়। এতে ইউপি চেয়ারম্যান ডাঃ ফয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও সূচনা প্রকল্পের জিসিডিও এনামুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য মজির উদ্দিন, সূচনা প্রকল্পের উপজেলা প্রকল্প সমন্বয়কারী গৌতম কুমার দাস, উপজেলা পুষ্টি কর্মকর্তা একে শামীম আহমদ, ইউপি কো-অডিনেটর কামরুজ্জামান। এসময় জনগণ, জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উন্মুক্ত পরিবেশে ইউনিয়ন পরিষদের নীতিমালা ও ইউনিয়রন পরিষদ সম্পর্কে মতামত প্রকাশের সুযোগ দেওয়া হয়। এতে সূচনা প্রকল্পের উপকারভোগী ও কমিউনিটি বিভিন্ন পেশার লোকজন নানা সমস্যার কথা তুলে ধরেন। তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান ডাঃ ফয়াজ উদ্দিন ইউনিয়নে কর্মরত সরকারী বেসরকারী বিভিন্ন সেবা দান প্রতিষ্টানের সহযোগীতায় বিশেষ করে সামাজিক সুরক্ষা কর্মসূচী, নিরাপদ পানি, স্বাস্থ্য সম্মত পায়খানা, মা ও শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, বাল্য বিবাহ প্রতিরোধ সহ সকল সমস্যা দূরীকরণের লক্ষ্যে কাজ করে যাবেন এমনকি ইউনিয়নের সুবিধা বঞ্চিত অতিদরিদ্র পরিবারের চাহিদাকে প্রদান্য দেওয়ার প্রতিশ্রুতি দেন।