কানাইঘাটে রাস্তা দখলের চেষ্টায় ১৪৪ ধারা মতে নোটিশ প্রদান
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২১, ৮:৫১ অপরাহ্ণ
কানাইঘাট প্রতিনিধি :::
কানাইঘাটে মালিকানা রাস্তা দখলের চেষ্টা করায় ফৌজধারী কার্যবিধি ১৪৪ ধারা মতে দুই পক্ষকে নোটিশ প্রদান করেছে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত। মঙ্গলবার দুপুরে কানাইঘাট থানার এসআই মোঃ আব্দুল আহাদ এ নোটিশ প্রদান করেছেন। জানা যায় উপজেলার ৩নং দিঘীরপাড় ইউপি’র জয়ফৌদ গ্রামের ৫৭৮নং দাগের পশ্চিমে অবস্থিত মালিকানা রাস্তাটি দখল করার চেষ্টা করছেন একই গ্রামের মৃত আরব আলীর পুত্র সমছুদ্দিন ও তার সহযোগীরা। এমতাবস্থায় জয়ফৌদ গ্রামের তজম্মুল আলীর পুত্র আব্দুল আজিজ বাদী হয়ে গত ১৫ জানুয়ারী সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। এরই মধ্যে গতকাল মঙ্গলবার সকালে একই গ্রামের মৃত আরব আলীর পুত্র সমছুদ্দিন তার ভাই শরীফ উদ্দিন, শরীফ উদ্দিনের পুত্র আব্দুস শুক্কুর, আব্দুস শহীদ ও মারুফ আহমদ সহ একটি সংঘবদ্ধ দল পাশে থাকা বিভিন্ন প্রজাতির ছোট গাছ সহ রাস্তাটি কেটে ফেলেন। সরেজমিনে জানা যায় ৫৭৮নং দাগে প্রায় ৮ একর ৪৫ শতক জমি রয়েছে। বিশাল এ জমিতে মৌরসী ও খরিদা সূত্রে বেশ কয়েকজন মালিক রয়েছেন। কিন্তু সমছুদ্দিন সম্মুখের জমির দখলদারের সুযোগে দাগের জমির পশ্চিম প্রান্তের রাস্তাটি দখলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ সময় জমির অন্যান্য মালিকদের মধ্যে আব্দুল আজিজ, আব্দুল মালিক, জুনায়েদ আহমদ ও আজির উদ্দিন সহ বেশ কয়েকজন জানান তারা ৫৭৮ দাগে জমি কেনার সময় পশ্চিমদিকের রাস্তাটি দেখে কিনেছেন। এমনকি দলিলের সময় এ রাস্তাটি তাদের দলিলেও উল্লেখ রয়েছে। তা সত্বেও সমছুদ্দিন অন্যান্য মালিকরা যাতে তাদের কিনা জমিতে যেতে না পারেন সেই লক্ষ্যে এ রাস্তাটি দখলের চেষ্টায় লিপ্ত রয়েছে। সমছুদ্দিনের এসব করার কারন জানতে চাইলে তারা বলেন বিশাল এ দাগের জমিতে প্রবেশের পথ না থাকলে এখানে কেউ উপযুক্ত দামে জমি কিনতে আসবে না। বিধায় কম দামে তার কাছে যাতে সবাই বিক্রি করে দেয় এমন মনোভাব নিয়ে সে মুলত এসব অন্যায় কাজ করে যাচ্ছে।