কমলগঞ্জে শীতবস্ত্র বিতরণ
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২১, ৮:৫৯ অপরাহ্ণকমলগঞ্জ প্রতিনিধি :::
মৌলভীবাজারের কমলগঞ্জে বিভিন্ন স্থানে গরীব অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টায় শমশেরনগর চা বাগান প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত শীতার্ত চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে।
উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল। বিশেষ অতিথি শমশেরনগর পুলিশ ফাঁড়ির ওসি (তদন্ত) মোশারফ হোসেন, শংকর রাজভর, রতন বর্মা, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালীর সম্পাদক নির্মল দাশ পাইনকা, রামস্বামী রাজভর, বাগান পঞ্চায়েত সভাপতি নৃপেন্দ্র বাউরী, সম্পাদক শ্রীকান্ত কানু গোপাল প্রমুখ।
কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সামাজসেবামূলক সংগঠন অংকুরের আয়োজনে শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অংকুরের সভাপতি রাহাত আদনান সায়েমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম। পৌরসভার কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, আনসার শোকরানা মান্না, জসিম উদ্দিন শাকিল, সমাজসেবক নিয়াজ মুর্শেদ রাজু প্রমুখ।