কমলগঞ্জে সংগীত প্রতিযোগিতা
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২১, ১০:০০ অপরাহ্ণ
পূবের হাওয়া ডেস্ক ::: “সুস্থ্য সাংস্কৃতিক চর্চায় আমাদের একমাত্র লক্ষ্য” এই প্রতিপাদ্যকে ধারণ করে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমির আয়োজনে কমলগঞ্জে বর্ণমালা সংগীত বিদ্যালয়ের বার্ষিক সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টায় কমলগঞ্জ পৌর এলাকার দেবব্রত করের বাসায় সাংস্কৃতিক এ সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সালাহ্উদ্দিন শুভ ও রুহুল ইসলাম হৃদয়। সংগীত প্রতিযোগিতায় বিচারকের দ্বায়িত্ব পালন করেন সংগীত প্রশিক্ষক তুলি ধর, সংগীত প্রশিক্ষক কান্তা সরকার, নৃত্যালয় পরিচালক ও প্রশিক্ষক দ্বীপ দত্ত আকাশ, বর্ণমালা সংগীত বিদ্যালয়ের পরিচালক সজল গোয়ালা এবং তবলায় ছিলেন, তুর্য্য পাল। প্রতিযোগিতায় ১৪ জন সংগীতশিক্ষার্থী অংশগ্রহণ করেন।