কানাইঘাট পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্ধ

পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২১, ৬:৩২ অপরাহ্ণআনুষ্টানিক প্রচারণা শুরু
আমিনুল ইসলাম কানাইঘাট ::
সিলেটের কানাইঘাট পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্ধের পর আনুষ্টানিক ভাবে প্রচারণা শুরু হয়েছে। বুধবার জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়। তবে দলীয় মেয়র প্রার্থীদের প্রতীক পূর্বে থেকেই নির্ধারিত থাকলেও গতকাল আনুষ্টানিক ভাবে তাদের হাতে দলীয় প্রতীক তুলে দেওয়া হয়। এর মধ্যে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী লুৎফুর রহমান নৌকা, বিএনপির মনোনীত প্রার্থী শরীফুল হক ধানের শীষ, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা নজির উদ্দিন হাতপাখা, সতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র নিজাম উদ্দিন নারিকেলগাছ, ব্যবসায়ী সুহেল আমিন জগ ও প্রবাসী কাওসার আহমদ মোবাইল ফোন প্রতীক বরাদ্ধ পেয়েছেন। এদিকে পৌরসভার সংরক্ষিত ৩টি ওয়ার্ডের মধ্যে ১,২,৩ মিলে গঠিত ১ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর রহিমা বেগম কলম, ফয়জুন নেছা জবাফুল, মৌসুমী আক্তার চশমা, জেসমিন আক্তার আখি আনারস ও রানু বেগম আংটি প্রতীক পেয়েছেন। ৪,৫,৬ নং মিলে গঠিত ২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সির আছিয়া বেগম আনারস ও হাসিনা বেগম অট্রোরিক্সা সিএনজি প্রতীক পেয়েছেন। ৭,৮,৯ মিলে গঠিত ৩ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আছমা বেগম চশমা ও প্রভাতী রানী দাস আনারস প্রতীক পেয়েছেন। অপরদিকে পৌরসভার ৯টি ওয়ার্ড হতে সাধারন কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জাহাঙ্গীর আলম জাহান উটপাখি, রহিম উদ্দিন পাঞ্জাবী ও কাওছার আহমদ পানির বোতল প্রতীক পেয়েছেন। ২নং ওয়ার্ডে মোহাম্মদ জাকারিয়া উটপাখি, আব্দুল হান্নান পানির বোতল, শামসুল হক গাজর ও মোয়াজ্জেম হোসেইন পাঞ্জাবী প্রতীক পেয়েছেন। ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিলাল আহমদ পাঞ্জাবী, কামাল উদ্দিন উটপাখী ও করিম উদ্দিন পানির বোতল প্রতীক পেয়েছেন। ৪ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ইসলাম উদ্দিন গাজর, তাজুল ইসলাম টেবিল ল্যাম্প, ফরিদ আহমদ উটপাখি, হারুন আহমদ পানির বোতল, জসিম উদ্দিন ডালিম, ও তাজুল ইসলাম হেলালী পাঞ্জাবী প্রতীক পেয়েছেন। ৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আবিদুর রহমান টেবিল ল্যাম্প, আজমল হোসেন ব্লেক বোর্ড, ইফতেখার আলম ডালিম, মাসুম আহমদ পাঞ্জাবী, কামরুল হাসান উটপাখি, ইসলাম উদ্দিন গাজর ও আবুল বাশার পানির বোতল প্রতীক পেয়েছেন। ৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ফখরুদ্দিন পাঞ্জাবী, ফখর উদ্দিন শামীম উটপাখি, মানিক উদ্দিন প্রধান গাজর, কাওছার দেওয়ান ডালিম, আবুল হোসেন পানির বোতল, দেলোয়ার হোসেন টেবিল ল্যাম্প প্রতীক পেয়েছেন। ৭নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আব্দুর রহিম ভরসা উটপাখী, জমির উদ্দিন পাঞ্জাবী, শামীম আহমদ পানির বোতল, আলমাছ উদ্দিন গাজর প্রতীক পেয়েছেন। ৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর তাজ উদ্দিন পানির বোতল, মোঃ এনাম উদ্দিন উটপাখি ও জাকির হোসেন পাঞ্জাবী প্রতীক পেয়েছেন। ৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শাহাব উদ্দিন পাঞ্জাবী, আবুল বাশার উটপাখী ও কামরুজ্জামান পানির বোতল প্রতীক পেয়েছেন। উল্লেখ্য এবার কানাইঘাট পৌরসভায় মেয়র পদে ৬জন, সংরক্ষিত কাউন্সিলর মহিলা পদে ৯জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৯জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। গতকাল থেকে আনুষ্টানিক প্রচারণা শুরু হয়েছে। দীর্ঘ প্রচারণার পর আগামী ১৪ ফেব্রুয়ারী এ পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।