জামালগঞ্জে তথ্য আপার উঠান বৈঠক
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২১, ৬:৫৮ অপরাহ্ণ
জামালগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নয়াহালট গ্রামে উঠান বৈঠকে সভাপতিত্ব করেন তথ্য সেবা কর্মকর্তা ইতি রানী দেবী। তথ্য সেবা সহকারী জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোশরেদুল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য সেবা সহকারী ফারহেনা আক্তার, অফিস সহায়ক মো. আব্দুল গাফ্ফার সরকার।
বক্তাগণ বলেন, উপজেলা তথ্যসেবা কেন্দ্রের সহকারীগণ সংশ্লিষ্ট উপজেলার বাড়ি বাড়ি গিয়ে লেফটব ব্যবহারের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, জেন্ডার এবং কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান স্কাইপের মাধ্যমে সংশ্লিষ্ট নির্বাহী উপজেলা কর্মকর্তাসহ উপজেলার সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের সাথে সেবা গ্রহীতার কথোপকোথনের মাধ্যমে সমস্যার দ্রুত সমাধান ও কার্যকরী পদক্ষেপের ব্যাপারে সহযোগিতা করে আসছেন।