দক্ষিণ সুরমায় সৈয়দুর রহমানের ভার্মি কম্পোষ্ট প্রকল্প ঘুরে দেখলেন কৃষকরা
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২১, ৭:২৫ অপরাহ্ণডেস্ক ::: এনএটিপি প্রকল্পের অর্থায়নে দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের মন্দিরখলা গ্রামের সৈয়দুর রহমানের বাড়িতে স্থাপিত ভার্মি কম্পোস্ট প্রকল্প ঘুরে দেখেছেন কৃষকরা। এ উপলক্ষে আয়োজিত এক্সপোজার ভিজিট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার।
মোল্লারগাঁও ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তা বিপ্রেশ তালুকদারের সঞ্চালনায় ও মোল্লারগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোজাদ্দিন আহমদ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা ফারুক আহমদ, বিজিত কুমার আচার্য্য, পার্থ সারথী মালাকার, খালপাড় সিআইজির সভাপতি জিয়াউল ইসলাম, সহ-সভাপতি আব্দুল কাদির। সভার শুরুতে ভার্মি কম্পোষ্ট প্রকল্প নিয়ে বিস্তারিত তুলে ধরেন উদ্যোক্তা সৈয়দুর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন সিআইজি থেকে আগত প্রায় অর্ধশতাধিক কৃষক অংশগ্রহণ করেন।