চাউলধনী হাওরে পানি সেচ নিয়ে বিশ্বনাথে কৃষক খুন
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২১, ৬:৩৭ অপরাহ্ণ বিশ্বনাথ প্রতিনিধি :::
সিলেটের বিশ্বনাথে চাউলধনী হাওরের পানি সেচকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত নিহত হয়েছেন এবং অন্তত দুপক্ষের ২০ জন আহত হন। বৃহস্পতিবার দেড়টায় চাউলধনী হাওরের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে নিহত হন উপজেলার দৌলতপুর ইউনিয়নের চৈতননগর গ্রামের মৃত: আকবর আলীর ছেলে ছরকুম আলী দয়াল (৭৫)।
উভয় পক্ষের আহতরা হলেন চৈতননগর গ্রামের মৃত: চান্দ আলীর পুত্র ইন্তাজ আলী (৪০), একই গ্রামের আহমদ আলীর পুত্র জাহাঙ্গীর আলম (২২), রেজাউল ইসলাম (১৮), নিহত ছরকুম আলী দয়ালের পুত্র পাবেল মিয়া (২৫) ও ইজারাদার সাইফুল ইসলাম পক্ষের আশরাফ আহমদ। অন্যান্য আহতদের নাম জানাযায়নি।
নিহতের ভাতিজা আব্দুল করিম সাংবাদিকদের বলেন, পানি সেচ করতে হাওরে গিয়েছিলেন আমার চাচা। সেখানে হাওরের ইজারাদার সাইফুল ইসলামের নেতৃত্বে তার দলের লোকজন হামলা করে এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।
থানার অফিসার ইন-চার্জ শামীম মুসা বলেন, ঘটনাস্থলে আমরা আছি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। সংঘর্ষে একজন নিহত হয়েছে। এখনো কোন মামলা হয়নি বলে তিনি জানান।