ছাতকে নৌ-পুলিশের অভিযানে নৌ-চাঁদাবাজসহ আটক ৪
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২১, ৭:০৩ অপরাহ্ণ
ছাতক প্রতিনিধি ::::
ছাতকে সুরমা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তেলনের অপরাধে ৩ ব্যক্তিকে আটক করেছে নৌ-পুলিশ। বুধবার বিকেলে শহরের শ্যামপাড়া এলাকার সুরমা নদীর তীরে অবৈধ ভাবে ড্রেজিং করে বালু উত্তোলনের দায়ে একটি বালু ভর্তি বাল্কহেডসহ তাদের আটক করা হয়। বৃহস্পতিবার সকালে আটককৃত সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কাজিরগাঁও গ্রামের মৃত নবী হোসেনের পুত্র আকবর হোসেন (৩২), একই উপজেলার ইসলামপুর গ্রামের হাবিবুর রহমানের পুত্র মামুন মিয়া (২০) ও আব্দুল জলিলের পুত্র মাসুম মিয়া (২৪)কে সুনামগঞ্জ জেলা হাজতে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় নৌ-পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বাদী হয়ে বুধবার রাতে আটককৃত ৩ ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামী করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি মামলা দায়ের করেন। এর আগে মঙ্গলবার সুরমা নদী থেকে অবৈধ চাঁদাবাজির ঘটনায় হাতে-নাতে এনামুল হক এলেমান (৩১) নামে আরও একজনকে আটক করা হয়। সে পৌরসভার ৪নং ওয়ার্ডের লেবারপাড়া এলাকার মৃত আব্দুল খালিকের ছেলে।এদিকে বুধবার দিনভর নৌ-পুলিশ সিলেট রেঞ্জের পুলিশ সুপার শম্পা ইয়াসমীন ছাতক নৌ-পুলিশ ষ্টেশন পরিদর্শন করে বলেন, ২৫ জানুয়ারী থেকে চলমান নদীতে নৌ-পুলিশের বিশেষ অভিযান চলছে। শিল্প নগরী ছাতক অঞ্চলসহ সিলেট রেঞ্জ এলাকায় নৌ-ডাকাতি, অবৈধ ভাবে বালু-পাথর উত্তোলন ও পরিবহন, অবৈধ চাঁদাবাজিসহ নৌপথে অপরাধ দমনে নৌ-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।