ওসমানীনগর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে এড. আনোয়ারের অভিনন্দন
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২১, ৮:২৬ অপরাহ্ণওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল ধর, সাধারণ সম্পাদক শিপন আহমদ কমিটির নির্বাচিতসহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সিলেট-২ আসনের বিএনপি দলীয় সম্ভাব্য প্রার্থী এডভোকেট আনোয়ার হোসেন।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, বঙ্গবীর এমএজি ওসমানীর স্মৃতিবিজোড়িত ওসমানীনগর একটি সমৃদ্ধশালী উপজেলা। ওসমানীনগর প্রেসক্লাব অত্র এলাকার সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি-অবিচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং করবে। অবহেলিত এলাকার উন্নয়নে এবং অপরাধ নির্মূলে প্রেসক্লাবের সাংবাদিকদের কলম অব্যাহত চলবে। এছাড়া নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের কল্যাণে অগ্রনী ভূমিকা রাখবেন। তাদের নেতৃত্বে গণমাধ্যম কর্মীদের সংগঠন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব আগামীতে আরও দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।