জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলা : ৩জন আহত হওয়ার ঘটনায় মামলা দায়ের
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২১, ৮:৩৮ অপরাহ্ণজগন্নাথপুর প্রতিনিধি:-
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের মনিহারা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৩জন গুরুতর আহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। হামলায় আহত মনিহারা গ্রামের মৃত মফিজ উল্ল্যার ছেলে মো: ছানু মিয়া বাদী হয়ে একই গ্রামের মৃত ইর্শাদ ঠাকুরের ছেলে আব্দুল মালিককে প্রধান আসামী করে ৮জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার অন্যান্য আসামীরা হলেন আজিদ উল্ল্যাহ’র ছেলে শিবলু মিয়া, আব্দুল মালিকের ছেলে রেদোয়ান মিয়া, সুজাত মিয়া, মৃত কনা মিয়ার ছেলে কবির মিয়া, জাকির মিয়া, আবুল হোসেন, মৃত ইর্শাদ ঠাকুরের ছেলে কাঁচা মিয়া। এদিকে হামলায় আহতরা হলেন মৃত মফিজ উল্ল্যার ছেলে মো: ছানু মিয়া (৫০), ছানু মিয়ার ছেলে হৃদয় মিয়া (২০) ও ছোবান মিয়ার ছেলে জসিম উদ্দিন (২২)। আহতদের প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৬ জানুয়ারী বিকেল ৫টায় ছানু মিয়া, হৃদয় মিয়া ও জসিম উদ্দিন তাদের বাড়ি যাওয়ার পথে মনিহারা গ্রামের সাদির মিয়ার বাড়ির পূর্বদিকে পাকা রাস্তায় পৌছামাত্র পূর্ব থেকে উৎ পেতে থাকা প্রতিপক্ষ আব্দুল মালিকের নেতৃত্বে তার সহযোগীরা হামলা চালিয়ে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাদের চিৎকারে এলাকার লোকজন ও স্বজনরা ছুটে এসে হামলাকারীদের কবল থেকে উদ্ধার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মির্জা সাফায়েত জানান, আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।