জামালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের মতবিনিময় সভা
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২১, ৮:৪৫ অপরাহ্ণজামালগঞ্জ প্রতিনিধি:::
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে সভায় সভাপতিত্ব করেন জামুকা কর্তৃক মনোনীত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আসাদ উল্লাহ সরকার। সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমদর, মো. সফর আলী, শ্রীকান্ত তালুকদার, আলতাফুর রহমান, পরেশ চন্দ্র দাস, মো. মদরিছ আলী, নিতাই চন্দ্র বনিক। সভায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর ও দিকনির্দেশনা প্রদান করেন। আগামী শনিবার পুনঃরায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের সভা অনুষ্ঠিত হবে।