গোলাপগঞ্জ পৌরসভায় অবাধ ও সুষ্ঠু ভাবে ভোট গ্রহন সম্পন্ন
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২১, ৭:০২ অপরাহ্ণআইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা রয়েছেন নির্বাচনী এলাকায় কড়া নিরাপত্তায়
সৈয়দ জেলওয়ার হোসে স্বপন গোলাপগঞ্জ (সিলেট) : সিলেটের গোলাপগঞ্জে অবাধ ও সুষ্ঠু ভাবে গোলাপগঞ্জ পৌরসভার ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল থেকে এ পৌরসভার ৯টি কেন্দ্রে ৬১টি বুথ ও ৭টি অস্থায়ী বুথে এক যুগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সমগ্র পৌরসভার কোথায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন কড়া নিরাপত্তায়। পৌরসভার সকল ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীদের টহল দিতে দেখা গেছে। পৌরসভার ৯টি কেন্দ্রে স্বতঃস্ফুর্ত ভোটারদের উপস্থিতি দেখা যায়। তবে প্রতিটি কেন্দ্রে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ভোট গ্রহণ চলাকালে পৌরসভার ৯টি ভোট কেন্দ্রে বিএনপির প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন (ধানের শীষ) ও আওয়া মীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল (জগ) এর সাথে প্রতিদন্ধিতা চলছে। ভোটারদের সাথে আলাপকালে জানা যায়। গোলাপগঞ্জ পৌরসভায় অবাধ ও সুষ্ঠু ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে । সুষ্ঠু ভাবে ভোট গ্রহনের পরিবেশ করায় ভোটাররা সন্তুষ্ট রয়েছেন বলে অভিমত প্রকাশ করেছেন বিভিন্ন ওয়ার্ডের ভোটাররা।