জগন্নাথপুরের প্রয়াত আবুল লেইচ মিয়া ছিলেন একজন প্রজ্ঞাশীল রাজনীতিবিদ
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২১, ৮:১০ অপরাহ্ণ
মো: আব্দুল হাই জগন্নাথপুর (সুনামগঞ্জ):
মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ন অবদান সৃষ্ঠিকারী প্রয়াত আবুল লেইচ মিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বক্তারা বলেছেন তিনি ছিলেন একজন প্রজ্ঞাশীল, রাজনীতিবিদ, সমাজসেবক। যুক্তরাজ্য কমিউনিটিসহ দেশ ও প্রবাসের প্রিয় এই ব্যক্তির শুন্যতা পূরণ হবার নয়। তার কর্ম আজীবন মানুষের হৃদয়ে অম্লান হয়ে থাকবে। জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামের এই গুনী ব্যক্তি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বিশিষ্ঠ কমিউনিটি নেতা প্রয়াত আবুল লেইচ মিয়া সহ বৈশি^ক মহামারী করোনা ভাইরাস সংক্রমনে আক্রান্ত হয়ে দেশ ও প্রবাসে যারা মৃত্যু বরণ করেছেন তাদের স্মরনে শ্রীরামসী শহীদ স্মৃতি সংসদের আয়োজনে শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিলে বক্তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে উপরোক্ত কথাগুলো বলেছেন। শুক্রবার বিকেল ৪টায় শ্রীরামসী হাই স্কুল এন্ড কলেজ মাঠে শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আকমল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি রেজাউল করিম রিজু, সহ-সভাপতি হাজি আব্দুল কাইয়ুম মশাহিদ, শ্রীরামসী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাজের আলী। শ্রীরামসী শহীদ স্মৃতি সংসদের সভাপতি মুহিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আমজাদ মিয়ার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবুল মিয়া, শহীদ স্মৃতি সংসদের সাবেক সভাপতি প্রভাষক নুর মোহাম্মদ জুয়েল, মিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুব হোসেন প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুর রাজ্জাক। এ সময় শ্রীরামসী গ্রামের মুরব্বী সাজিদ আলী, মশাহিদ আলী, আব্দুল মছব্বির, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ মিয়া, মুরব্বী হারুন মিয়া, দবির মিয়া, আনছার আলী, হিরণ মিয়া, সোনাহর আলী, ফখর উদ্দিন, আব্দুন নূর মিয়া, তাজুল মিয়া, দুদু মিয়া, মোবাশি^র আলী, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সমাজসেবা সম্পাদক জহুর মিয়া, ইউপি সদস্য হোসেন রাসেল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন শ্রীরামসী মাদ্রাসার সুপার মাওলানা মো: আবু তাহের। পরে শিরনী বিতরণ করা হয়।