জামালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে সভা অনুষ্ঠিত

পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২১, ৮:৪৭ অপরাহ্ণজামালগঞ্জ প্রতিনিধি ::::
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) কর্তৃক মনোনীত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আসাদ উল্লাহ সরকার। সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেবের সঞ্চালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাবেক কমা-ার বীর মুক্তিযোদ্ধা মো. সফর আলী, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমদর, আলতাফ আলী, শ্রীকান্ত তালুকদার, পরেশ চন্দ্র দাস, আব্দুল হাসিম, আব্দুল হকসহ প্রায় শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ।
সভায় ১২ জন বীর মুকিযোদ্ধা বাছাইয়ে বীর মুক্তিযোদ্ধা মদরিছ আলী ও সুরুজ আলী যাচাই বাছাইয়ে আওতার বহির্ভূত থাকায় তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়। বাকি ৭ জনের যাচাই বাছাইয়ে প্রাথমিকভাবে তাদেরকে মনোনীত করা হয় এবং ৩ জনের স্বাক্ষী না থাকায় বাছাইয়ের জন্য আগামী ৪ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার স্বাক্ষীসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়।