ফতেহপুরে আলমাছ মিয়া ও খায়রুন্নেছা শিক্ষা ট্রাস্ট্রের শীতবস্ত্র বিতরণ
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২১, ১:১২ পূর্বাহ্ণগোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট উপজেলার ৬ নম্বর ফতেহপুর ইউনিয়নে আলমাছ মিয়া ও খায়রুন্নেছা শিক্ষা ট্রাস্ট্রের উগ্যোগে শতাধিক অসহায়-দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত শনিবার ৬ নম্বর ফতেহপুর ইউনিয়নের লামা ফতেহপুর প্রাথমিক বিদ্যালয়ে মো. ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও জসিম উদ্দিন এবং রিয়াজ উদ্দিন বাবুলের পরিচালন প্রধান অতিথির বক্তব্য রাখেন ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা ও ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জালাল মিয়া, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মো. ইসলাম আলী, রাজনীতিবিদ মাওলানা আব্দুর রহিম, ট্রাস্টের চেয়ারম্যান শিপন আহমদ, সদস্য লিটন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি