জামালগঞ্জে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২১, ৬:১৭ অপরাহ্ণ
জামালগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় পাঠকনন্দিত পত্রিকা দৈনিক যুগান্তরের ২২ বছরের পদার্পণ উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পত্রিকাটির উপজেলা স্বজন সমাবেশের আহবায়ক এম নবী হোসেন। জামালগঞ্জ প্রতিনিধি মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রানী মোদক, মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্ত্তী, প্রেসক্লাব সহ সভাপতি অঞ্জন পুরকায়স্থ।
এতে শুভেচ্ছা বক্তব্য দেন স্বজন সমাবেশের সদস্য সচিব মো. বায়েজীদ বিন ওয়াহিদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জামিল আহমদ জুয়েল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক নিজাম নূর, সাংবাদিক ও কলামিস্ট বিশ্বজিত রায়, সাংবাদিক আক্তারুজ্জামান তালুকদার, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। সভার শুরুতে পত্রিকার প্রতিষ্ঠাতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম বাবুলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে কেক কেটে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।