কোম্পানীগঞ্জে মুক্তিযোদ্ধা চাঁন মিয়ার ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২১, ৬:৩১ অপরাহ্ণকোম্পানীগঞ্জ প্রতিনিধি
কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া লামাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ চাঁন মিয়া (চান্দই) উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। রাষ্ট্রীয় মর্যাদা ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা-ভালবাসায় এই বীর মুক্তিযোদ্ধাকে দাফনের মাধ্যমে চির নিদ্রায় শায়িত করা হয়েছে।
জানাজা পূর্ব রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশের একটি চৌকষদল তাকে গার্ড অব অনার প্রদান করে রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করা হয়। এরপর বাদ যোহর স্থানীয় পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।
দীর্ঘদিন ধরে তিনি হার্ট সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে উনার বয়স ৭৫ বছর বয়স হয়েছিল।
তিনি স্ত্রী, ৩ ছেলে ৩ মেয়ে আত্মীয় -স্বজনসহ গুণগ্রাহী রেখে গেছেন। এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।