কোম্পানীগঞ্জে ‘উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’ পুনর্গঠন
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২১, ৬:৫৩ অপরাহ্ণকোম্পানীগঞ্জ প্রতিনিধি :
সিলেটের কোম্পানীগঞ্জে ৯ সদস্য বিশিষ্ট ‘উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’ পুনর্গঠন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয় সিলেটের পরিচালক এসএম মফিদুল ইসলাম স্বাক্ষরিত স্মারকে পাঠানো পুনর্গঠিত কমিটিতে সভাপতি পদে রফিকুল ইসলাম (ঠাণ্ডা স্যার) পুনরায় মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে সদস্যদের মধ্যে নতুন কমিটির তালিকা হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য।
কমিটির অন্যরা হলেন- সহ সভাপতি সুনীল চন্দ্র শীল ও মোঃ এমাদ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ দিলোয়ার হোসেন, সদস্য মোছাঃ মঞ্জুয়ারা বেগম, মোঃ আমিনুর রহমান জসিম, রবীন্দ্র কুমার সিংহ, মোঃ ফয়জুর রহমান ও মুহাম্মদ ছদরুদ্দিন।
১ জানুয়ারি ২০২১ তারিখ থেকে আগামী তিন বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে। তারা দুর্নীতি দমন কমিশনের জারিকৃত গঠনতন্ত্র ও কার্য-নির্দেশিকা অনুযায়ী এই উপজেলায় দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন বলে ওই স্মারকে নির্দেশনা দেয়া হয়।