কুচাইয়ের জামেয়া মজিদিয়া ইসলামিয়ার বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২১, ৭:৪৭ অপরাহ্ণসিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জামেয়া মজিদিয়া ইসলামিয়া কুচাই এর বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। গত সোমবার বেলা ২টা থেকে শুরু হয়ে পরদিন সকাল ৭টা পর্যন্ত চলমান থাকে ওয়াজ মাহফিলটি।
এতে যৌথ সভাপতিত্ব করেন কুচাই জামে মসজিদের ইমাম খতিব মাওলানা আব্দুর রহিম, শাহী ঈদগাহ শাহমীর মাদ্রাসার মুহতামিম মাওলানা আশরাফ আলী দেওবন্দী, মুক্তিরচক মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিবুর রহমান, শ্রীরামপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা জিলাল আহমদ।
জামেয়া মজিদিয়া ইসলামিয়া কুচাই মাদ্রসার নাযিমে তালিমাত মাওলানা ফয়েজ আহমদ শাহরুখ ও শিক্ষক মমশাদ হোসেন আছগরির যৌথ পরিচালনায় এতে অতিথি হিসেবে বয়ান পেশ করেন আল্লামা ইয়াহইয়া মাহমুদ ঢাকা, মুফতী রিজওয়ান রফিকী ঢাকা, কানাইঘাট মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হারুনুর রশিদ, মাওলানা মমতাজ উদ্দিন বড়দেশী, মুফতি মুজিরুদ্দিন ক্বাসেমী শিংপুরী, মাওলানা আবুল হাসান সাদী ঢাকা, মাওলানা মুফতী মন্জুর রশীদ আমিনী। এছাড়াও দেশ-বরেণ্য উলামায়ে কেরামগণ মাহফিলে বয়ান পেশ করেন। ওয়াজ মাহফিলে করোনা ভাইরাস থেকে সবাইকে মুক্ত করতে, দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি