সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২১, ৮:৩৩ অপরাহ্ণগোয়াইনঘাট প্রতিনিধি:
অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. নজরুল ইসলামের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিনের সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক সুবাস দাসের পরিচালনায় অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, সহকারী কমিশনার (ভূমি) এ. কে. এম নূর হোসেন নির্ঝর, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল আলী মাষ্টার, সুবাস চন্দ্র পাল ছানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুজিবুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আব্দুল মালিক, মনজুর আহমদ, বর্তমান সহ-সভাপতি ইমরান হোসেন সুমন, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, দপ্তর সম্পাদক রফিক সরকার, নির্বাহী সদস্য হারুন অর রশিদ, দুর্গেস চন্দ্র সরকার বাপ্পী, সংবাদকর্মী জুবায়ের আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সয়ফুল আলম আবুল, উপজেলা ছাত্রলীগ নেতা ইনসাদ হোসেন রাজীব, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম রাব্বানী সুমন প্রমুখ।