জগন্নাথপুরে হাজি দানিছ উল্লাহ ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ৭:৪৫ অপরাহ্ণ
জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর এলাকার যুক্তরাজ্যের ম্যানচেষ্টার সিটি আওয়ামী লীগের সহ-সভাপতি আফতর আলী, যুক্তরাজ্য প্রবাসী শিল্পপতি হাজী আরজান আলী ও যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ঠ ব্যবসায়ী সুজন মিয়ার অর্থায়নে ও মরহুম হাজি দানিছ উল্লাহ ট্রাস্ট এর উদ্যোগে কেশবপুর এলাকার অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্রের কম্বল বিতরণ করা হয়। শুক্রবার বিকেল ৩টায় কেশবপুর বাজারে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর পৌরসভার মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া বলেছেন আর্ত মানবতার সেবায় মরহুম হাজি দানিছ উল্ল্যা ট্রাস্ট এবং প্রবাসীদের মহতী কার্যক্রমের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। এ সময় তোতা মিয়া, রিপন মিয়া, আলী আহমদ, লিমান ভূঁইয়া সহ কেশবপুর এলাকার মুরব্বী সহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দুই শতাধিক অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্রের কম্বল বিতরণ করেন পৌরসভার মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া।