৭ ফেব্রুয়ারী থেকে টিকা প্রদান : কানাইঘাটে করোনা টিকা কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ৮:৫৩ অপরাহ্ণকানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে করোনা ভ্যাকসিন কেন্দ্র হিসাবে নির্ধারণ করা হয়েছে। সারা দেশের ন্যায় আগামী ৭ ফেব্রুয়ারী কানাইঘাটে করোনা ভ্যাকসিন (টিকা) প্রদান করা হবে। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীদের শরীরে এ ভ্যাকসিন প্রয়োগ করা হবে। পরে পর্যায়েক্রমে সরকারী বে-সরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্টানের কর্মকর্তা কর্মচারীদের মাঝে এ ভ্যাকসিন (টিকা) প্রদান করা হবে। তৃতীয় ধাপে বীর মুক্তিযোদ্ধা সহ ৫৫ বছরের উর্ধ্বে বয়স্ক ব্যাক্তিবর্গ ও পরে জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মীদের শরীরে করোনা ভ্যাকসিন প্রদান করা হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ অভিজিৎ শর্মা। এ উপলক্ষে গত মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় কানাইঘাট প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় করেন তিনি। এ সময় ডাঃ শর্মা বলেন করোনা ভ্যাকসিন কোন অবস্থায় ১৮ বছরের নিচের কাউকে দেওয়া হবে না। এমনকি অসুস্থ লোকজন, গর্ভবতী মহিলা, দুগ্ধমাতৃত্ব মহিলা ও অনিয়ন্ত্রিত ডায়বেটিস রোগী করোনা ভ্যাকসিন (টিকা) নিতে পারবেন না। এসব টিকা বাম হাতের উপরের মাংসে পুশ করা হবে। প্রথম ভ্যাকসিন (টিকা) নেওয়ার ৮ সপ্তাহ পরে আবারো আরেকটি ভ্যাকসিন (টিকা) নিতে হবে। যারা এ টিকা মানুষের শরীরের প্রয়োগ করবেন ইতিমধ্যে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ নিয়ে আতংকিত না হয়ে সবার স্বাস্থ্য সুরক্ষার জন্য করোনা ভ্যাকসিন (টিকা) নেওয়ার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। এ নিয়ে যাতে কেউ কোন ধরনের গুজব কিংবা অপ-প্রচারে লিপ্ত না হয় এজন্য তিনি স্থানীয় সাংবাদিকদের সহযোগীতা চেয়েছেন। যারা করোনা ভ্যাকসিন নেবেন তারা অনলাইনের মাধ্যমে নিবন্ধন করবেন। এদিকে কানাইঘাটে কতজন মানুষকে এ ভ্যাকসিন প্রদান করা হবে। তার সঠিক কোন সংখ্যা জানা যায়নি। কেবল ডাঃ অভিজিৎ শর্মা জানিয়েছেন সংখ্যাটি এখনো চুড়ান্ত হয়নি। জেলা সিভিল সার্জন অফিস থেকে পর্যায়ক্রমে করোনা ভ্যাকসিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসবে। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুন নুর, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংবাদিক আমিনুল ইসলাম, শাহীন আহমদ, মুমিন রশিদ প্রমুখ।