জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সরকারি গাছ কাটার অভিযোগ
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ৯:০৮ অপরাহ্ণজকিগঞ্জ প্রতিনিধি :::
জকিগঞ্জের ইলাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি ২টি গাছ কেটে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য শফিকুর রহমান ও হাবিবুর রহমান দুলাল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, হাজারীচক গ্রামের মৃত আর্জদ আলীর ছেলে আব্দুল ওয়াহিদ খসরু ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মহি উদ্দিন, ইলবাজ গ্রামের মৃত মইয়ব আলীর ছেলে স্থানীয় ইউপি সদস্য আব্দুল খালিক এবং কসকনকপুর গ্রামের আব্দুন মন্নানের ছেলে নুরুল ইসলাম মুতলিব সোমবার বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে ১টি রেইট্রি ও ১টি মরই গাছ কেটে ফেলে। সংবাদ পেয়ে জকিগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলাতানা ও সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
গাছ কাটার বিষয়ে নুরুল ইসলাম মুতলিব বলেন, আমি গাছ কাটিয়া জীবিকা নির্বাহ করি। দুইজন লোক আমাদেরকে দিয়ে গাছ কাটিয়েছে।
সহকারী শিক্ষা কর্মকর্তা মাছুম মিয়া জানান, বিদ্যালয়ের গাছ কাটার বিষয়টি জানতে পেরে আমরা সরেজমিন গিয়ে বাঁধা প্রদান করি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা গাছ কাটার সত্যতা স্বীকার করে বলেন, বিদ্যালয় কমিটির সভাপতি ও স্থানীয় ইউপিসদস্য মিলে বিদ্যালয়ে দুইটি গাছ কেটে ফেলে। গাছ দুইটি ৪০ হাজার টাকায় বিক্রয় হয়েছে বলে তিনি । এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। সরকারি গাছ কাটার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।