সিলেট নগরিতে ছুরিকাঘাতে যুবক খুন
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ৯:২৬ অপরাহ্ণস্টাফ রিপোর্টার : সিলেট নগরির জালালাবাদ থানার হাওলাদারপাড়ায় এক যুবককে ছুরিকাঘাতের মাধ্যমে খুন করা হয়েছে। নিহত রাজু দাস (২২) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সাওকা গ্রামের দুলাল দাসের ছেলে। বর্তমানে রাজু দাস হাওলাদারপাড়ার গণেষ বাবুর বাসার ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় হাওলাদারপাড়া এলাকায় বিষ্ণু ডিপার্টমেন্টাল স্টোর এর সামনে মোবাইল ফোন বিক্রয়ের টাকা নিয়ে বিরোধের জের ধরে সজিব ও রুবেল দাস নামীয় ২ ব্যক্তি রাজু দাসকে ছুরি দিয়ে এলোপাতারি আঘাতের মাধ্যমে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। বর্তমানে লাশ হাসপাতালের মর্গে রয়েছে। খুনিদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে বলে জানান জালালাবাদ থানা পুলিশ।