ধলাই নদীতে টাস্কফোর্সের অভিযান
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ৯:৪০ অপরাহ্ণকোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর ভোলাগঞ্জ এরিয়ায় টাস্কফোর্সের অভিযানে দেড় লক্ষ টাকা জরিমানা ও ২ জনকে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলা অভিযানের নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য। অভিযানে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ কে.এম নজরুল, বিজিবি ও পুলিশ সদস্যগন।
ধলাই নদীর ভোলাগঞ্জ এলাকায় অভিযানে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় ৩ জনকে ৫০ হাজার টাকা করে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় সরকারি কাজে বাধা দেয়ায় আরো ২ জনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়াও অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত বেশ কয়েকটি শ্যালো মেশিন হাতুড়ি দিয়ে ধ্বংস করে পুড়িয়ে দেয়া হয়।
অভিযান শেষে এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য বলেন, অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে ছিল আমাদের আজকের অভিযান। কাউকে অবৈধ ভাবে পাথর উত্তোলন করতে দেওয়া হবে না।