জামালগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের শীত বস্ত্র বিতরন করলেন এমপি শামীমা
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১০:২১ অপরাহ্ণ
জামালগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে অসহায় দরিদ্র বীর মুক্তিযোদ্ধা, ইমামদের
মাঝে শীত বস্ত্র বিতরন করেন এমপি শামীমা।বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব এর সভাপতিত্বে ত্রাণ ও
দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দ হতে প্রাপ্ত ১ হাজার শীতার্থ মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। এতে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামীমা আক্তার খানম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দি রাজু, অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম,সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হাফিজা আক্তার দিপু, মুক্তিযোদ্বা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শ্রীকান্ত তালুকদার, শ্রম বিষয়ক সম্পাদক মো. মোশারফ হোসেন, সহ প্রচার সম্পাদক মো. কবির আলম,ধর্ম বিষয়ক সম্পাদক মো:আব্দুল আউয়াল,কৃষক লীগের উপজেলা আহ্ধসঢ়;বায়ক মো. শামসুল আলম,ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক, কৃষকলীগ জেলা সদস্য মো জালাল মিয়া,তাঁতী লীগের আহবায়ক মো মামুন হোসেন ও ছাত্রলীগ সহ আওয়ামী সহযোগী সংগঠনের নেতা- কর্মীরা।প্রধান অতিথির বক্তব্যে এমপি শামীমা আক্তার খানম বলেন মাননীয় প্রধানমন্ত্রী সব সময় হাওর পাড়ের মানুষের প্রতি খেয়াল রাখেন। সারা বছরই তিনি অসহায় দরিদ্র জনগণকে আমাদের মাধ্যমে বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী পৌঁছে দেন। যার ফলে এই শীতে আজ হাজারো মানুষ কম্বল পাচ্ছেন । আপনারা নেত্রীর
জন্য দোয়া করবেন।এছাড়াও বছরের প্রথম দিনে কোমলমতি শিশুদের হাতে বই তুলে দেন। গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর তৈরী করে দিয়ে বিশ্বের মানচিত্রে দৃষ্টান্ত স্থাপন করেন।